কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের আজ ১২৬৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫সেপ্টেম্বর)-২০২৫ সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল চেম্বারে সাপ্তাহিক এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের আবদুল আলীম বলে খ্যাত (অবঃ)ডিবি চাকুরীজীবী শিল্পী মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চসলনা করেন ভোরের আলো সাহিত্য আসর সাহিত্য আসরের আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কবি ও ছড়াকার মোঃ হিরন আকন্দ।
ছড়া,কবিতা,সঙ্গীত ও আলোচনায় দুই ঘন্টা যাবত চলমান থাকে এই অনুষ্ঠানটি।
এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী এসকে রাজু, শিল্পী আলমগীর হোসেন, বাউল শিল্পী কবির হোসেন সরকার। জ্ঞানগর্ব আলোচনা রাখেন জ্ঞানতীর্ত গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক,ছবি সংরক্ষণ করেন আকলিমা বেগম।
অনুষ্টান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন অদ্যকার অনুষ্ঠানের সভাপতি শিল্পী মোঃ শফিকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : হাজী মোহাম্মাদ আবু সাঈদ
ইমেইল : news17sbd@gmail.com । মোবাইল : ০১৯১৮৩৯৩১১৮ ।