বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ৩২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার অপরাধীর অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার জন্য কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। কোটালীপাড়া দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ। কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ লেখক বিভুরঞ্জন সরকার এর মৃত্যু রহস্য উন্মোচন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কিশোরগঞ্জের বৌলাইয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার রক্তের সম্পর্ক থাকলেই শুধু,মানুষ আপন হয়না কিশোরগঞ্জে গণধর্ষণকারী ও চাঁদাবাজ সুমন র‍্যাবের হাতে আটক সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর নৃশংস হামলা – বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

রিপোটারের নাম :
সময়সূচি: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার গ্রামের আজু মেম্বারবাড়ীর সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস–এর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ায় দৈনিক যুগান্তরের সাহসী নারী সাংবাদিক আখিনুর আক্তার আখি–এর উপর প্রকাশ্যে বর্বরোচিত ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা কেবল ব্যক্তিগত নয়, বরং গোটা সাংবাদিক সমাজের উপর এক গভীর ষড়যন্ত্র ও ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন—“একজন নারী সাংবাদিককে প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা প্রমাণ করেছে, মাদক ব্যবসায়ী চক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিক সমাজের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাই—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হোক এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) –এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন—“সত্য প্রকাশের কারণে একজন সাংবাদিকের উপর হামলা মানে জাতির কণ্ঠরোধ করার চেষ্টা। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদাররা যত শক্তিশালীই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ দেশের বিভিন্ন জেলার মানববন্ধন পালন করতে বাধ্য হবে, আর এর দায়ভার কোনোভাবেই প্রশাসন এড়াতে পারবে না।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ঘোষণা করেছে—
১. সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।
২. হামলাকারী মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
৩. যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে সারাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

প্রিয় সাংবাদিক সহকর্মী ভাই-বোন ও বন্ধুগণ—
১. আপনারা সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে যান, কোনো অবস্থাতেই কলম থামাবেন না।
২. নিজ নিজ অবস্থান থেকে সবাই প্রতিবাদ জানান, নীরবতা কোনো সমাধান নয়।
৩. ভয় পেলে মুখ লুকিয়ে থাকুন, কিন্তু মনে রাখবেন,নীরবতার দায়ভার একদিন আপনাকেই বহন করতে হবে।


বিস্তারিত পড়ুন :
এক ক্লিকে বিভাগের খবর