গতকাল শুক্রবার (২২ আগস্ট) প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার (৭১)–এর মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধারের ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করছে। একই সঙ্গে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
এমন এক খ্যাতিমান সাংবাদিকের রহস্যজনক মৃত্যু গোটা সাংবাদিক সমাজকে গভীরভাবে শোকাহত করেছে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও চিন্তাজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে—এই মৃত্যু কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। কেন তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে,কর্মস্থলে না গিয়ে নিখোঁজ হলেন, কীভাবে মেঘনা নদীতে গেলেন, এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—এসব বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন জরুরি।
আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে বিভুরঞ্জন সরকারের মৃত্যুর রহস্য উন্মোচন করে দোষীদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে আমরা দাবি করছি, এ ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)
প্রতিষ্ঠাতা সভাপতি – খান সেলিম রহমান
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক – মোঃ মাহিদুল হাসান সরকার