বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ৩২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার অপরাধীর অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার জন্য কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। কোটালীপাড়া দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ। কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ লেখক বিভুরঞ্জন সরকার এর মৃত্যু রহস্য উন্মোচন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কিশোরগঞ্জের বৌলাইয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার রক্তের সম্পর্ক থাকলেই শুধু,মানুষ আপন হয়না কিশোরগঞ্জে গণধর্ষণকারী ও চাঁদাবাজ সুমন র‍্যাবের হাতে আটক সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর নৃশংস হামলা – বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

রিপোটারের নাম :
সময়সূচি: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্ক নামের আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত নাহিদ খান অভি (৩৪) জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আবদুল হক খানের ছেলে।

নিহতের চাচাত বোন লাব্ন্য খান জানান, নাহিদ ঢাকার একটি বেসরকরি বিশ্ববিদ্যালয়ে চার্টার্ডএকাউন্টেন্ড বিষয় নিয়ে অধ্যয়ন করতেন। বিগত প্রায় ৭ বৎসর যাবৎ সে মানষিক সমস্যায় ভুগছিলেন। নাহিদ খুবই মেধাবী ছিল। সবসময় ইংরেজিতে কথা বলতো। একা একা দেয়ালের সাথে কথা বলতো।

হোটেল কর্তৃৃপক্ষ জানায়, নাহিদ গত মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় হোটেলের ৩০৪ নম্বর কক্ষে উঠে। বৃহস্পতিবার সারাদিন হোটেল কক্ষ থেকে নাহিদকে বের হতে না দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি গোল্ডেন পার্ক হোটেলে গিয়ে একটি কক্ষ ভাড়া নেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে কক্ষটির ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। এসময় মরদেহের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। মারা যাওয়া যুবকের সঙ্গে থাকা পরিচয়পত্রে ঠিকানা দেখে স্বজনদের খবর দেওয়া হয়। ওসি জানান, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিস্তারিত পড়ুন :
এক ক্লিকে বিভাগের খবর