অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও গণধর্ষণকারী সুমন মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব -১৪ সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
বুধবার ( ১৩ আগস্ট ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হয়বতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন হারুয়া সওদাগর পাড়ার নুরুল ইসলাম নুরু মিয়ার ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী ‘সুমন মাহমুদ’ ও তার সহযোগীরা ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়। ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় সুমনের বিরোদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়। যার মামলা নং-১৩(০৯)২০২৪।
ছাত্র-জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ২০২৪ আওয়ামীলীগের সৈরশাসনের পতন হয়েছে। বিপ্লবটি ছিলো তারুণ্যের শক্তিতে উদ্দিপ্ত ব্যপক জনসম্পৃক্ত অনন্য সাধারণ এক অসাধ্য সাধন।
এদিকে ক্ষমতার পালাবদল হলেও চাঁদা দেওয়ার রেওয়াজ বদল হয়নি । গত ৫ আগস্ট এর পর থেকে কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় সড়কে ,ভ্যানে, ব্রীজে, কিছু হকার ব্যবসা করে জিবীকা নির্বাহ করে আসছে। প্রায় সময় সুমন মাহমুদ ও তার সহযোগীরা এসে এই হকারদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন। হকাররা বলেন, আগে আওয়ামী লীগের লোকজন প্রতিটি ভ্যান থেকে দৈনিক ১০০ টাকা এবং মাসে ৩০০০ টাকা নিতেন। এবং প্রতিটি ভ্যান গাড়ী থেকে এককালীন ২৫০০০ (পচিশ হাজার) থেকে ৩০০০০ (ত্রিশ হাজার) টাকা করে নিতেন। এখন বিএনপি পরিচয়ে কিছু লোক দৈনিক ১০০/১৫০ টাকা চাঁদা নিচ্ছেন।
বিএনপির নাম ব্যবহার করে জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ হারুন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া মাহমুদ ঝুমন এর হুকুমে গত ১৬ ডিসেম্বর ২০২৪ রাত ৯:০০ ঘটিকার সময় ওয়ালীনেওয়াজ খান কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র রিয়াদ আহমেদ রাহুলের কাছ থেকে চাঁদা আনতে গেলে রাহুল চাদা দিতে অস্বীকার করায় রাহুলের হাতের কবজি কেটে দিয়েছে এই সন্ত্রাসী সুমন মাহমুদ ও তার সহযোগীরা। সন্ত্রাসী সুমন ঐ মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং-৬(০১)২০২৫ তারিখ-। গত-হারুয়া এলাকার একটি ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীকে সুমন ও তার সহযোগীরা গণধর্ষণ করে। ঐ গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী সুমন। যার মামলা নং-৩৩/৩৩৮।তারাখ-২৭/০৭/২০২৪। গত ২৭ ফেব্রুয়ারী ২০২৫ দুপুর ১:৩০ ঘটিকার সময় গৌরাঙ্গবাজারের হকার ৫ নং ওয়ার্ড বি এন পির ৩৭ নং সদস্য খলিল এর কাছ থেকে চাঁদা আনতে গেলে খলিল চাঁদা দিতে অস্বীকার করায় খলিলকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় সুমন মাহমুদ ও তার সহযোগীরা। পরে তার হাত-পা ভেঙ্গে নির্জন জায়গায় ফেলে রেখে চলে যায়। সুমন ঐ মামলার আসামী। গত ২৩/০৬/২০২৫ বিকালে ঝিনুক মিয়াকে গুরুদয়াল কলেজ মোড় সংলগ্ন মসজিদের সামনে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে সুমন ও তার সহযোগীরা। সুমন ঐ মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং-৩৩(০৬)২০২৫। তারিখ-২৩/০৬/২০২৫। গত তারিখ বিকালে পারভেজ মিয়াকে জেলখানা মোড় হইতে ধরে নিতে তাকে গুরুতর হাড়ভাঙ্গা ও রক্তাক্ত যখন করে সুমন ও তার সহযোগীরা। সুমন ঐ মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং-২০(০৮)২০২৫। তারিখ-১০/০৮/২০২৫। গত- তারিখ হারুয়া সওদাগর পাড়ার বাসিন্দা মফিজ মিয়ার বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট করা সুমন ও তার সহযোগীরা। ঐ মামলার এলাহার নামীয় আসামী সুমন। যার মামলা নং-১৪(০১)২০২৪। তারিখ-১৩/০১/২০২৪। গত-তারিখ করম আলী মিয়ার কাছে ৫০০০০০ ( পাঁচ লক্ষ ) টাকা চাঁদা দাবী করে সুমন ও তার সহযোগীরা। সুমন ঐ চাঁদাবাজি মামলার এজাহার নামীয় আসামী। যার মামলা নং-৩৯২/২০২৪। তারিখ-২৩/০৯/২০২৪।
অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সুমন মাহমুদ ও তাদের ভাইদের নামে কিশোরগঞ্জ মডেল থানা সহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক, ধর্ষণ সহ ৮/১০ টা মামলা বিচারাধীন আছে।
সন্ত্রাসী সুমন মাহমুদ ও তার সহযোগীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হকারদের চাঁদা দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে আসছে। এই সন্ত্রাসী সুমনকে (১৩ আগস্ট) দুপুরে র্যাব-১৪ সিপিসি ২ হয়বতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।