কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬০ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি ও ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯ ঘটিকায় কালিবাড়িস্থ মর্ডান ডেন্টাল কেয়ারে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের সঞ্চালক আলমগীর অলিক এর সঞ্চালনায় প্রয়াত কবির রচিত কবিতা আবৃত্তি করেন সে নিজেই। সাহিত্য নিয়ে এতে আলোচনা করেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও ছড়াকার মো: সাদেকুজ্জামান সোহাগ, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফারুক আল মাহমুদ, সদ্য প্রয়াত কবি ও ছড়াকার মোঃ মুহিবুর রহীম ও কবি আবদুল হান্নান এর স্মৃতিচারন করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজা।
অনুষ্ঠান শেষে ভোরের আলো সাহিত্য আসরের সার্বিক খোঁজখবর নেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া ও উপদেষ্টা দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া। এ আসরে প্রয়াত কবি শাহাবুদ্দিন আহমেদ, কবি আশুতোষ ভৌমিক,কবি আঃ বারী মাস্টার, নাট্যকার আজিজুর রহমান, সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ খায়রুল ইসলাম চৌধুরীসহ এ আসরের প্রয়াত সদস্য ও কর্মকর্তাদের স্মৃতিচারণ করা হয় এবং একই সাথে প্রয়াতগণের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে সভাপতি বিমল চন্দ্র ভৌমিক সকলকে ধন্যবাদ জানান ও পরবর্তী অনুষ্ঠানে সকাল ৯টায় ভোরের আলো সাহিত্য আসর এর
সাহিত্য আড্ডায় অংশগ্রহণের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।