কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২৫৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও ব্যাংকার মোঃ মোতাহের হোসেন।
শুক্রবার সকাল ৯টায় ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা সঞ্চালনায় আড়াই ঘন্টা ব্যাপি এটি চলছিলো। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেসরকারী গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের আলোর সহসভাপতি ও কবি বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারুক আল মাহমুদ, ভোরের আলোর সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী মাজহারুল ইসলাম, বিশিষ্ট ছড়াকার ও কবি সাদেকুজ্জামান সোহাগ, বিশিষ্ট বাউল শিল্পী মোঃ কবির হোসেন, শিল্পী রাখাল চন্দ্র দাস ও আবৃত্তিকার মোঃ আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে সদস্যগণের অগ্রগতি,সিদ্ধান্ত এসব বিষয়ে খোঁজ খবর নিতে হাজির হন সাহিত্য আসরের স্থানদাতা ও ভোরের আলোর উপদেষ্টা দন্ত চিকিৎসক ডাঃ হিরা মিয়া।
পরিশেষে ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী অনুষ্ঠানে সবার অংশগ্রহণের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভার সমাপ্তি ঘোষণা করেন