নিউজ ১৭ বিডি ডেস্ক ঃ শেষ ঠিকানার কারিগর ৫০ বছরেরও অধিক সময়ে কবর খোঁড়া সেই মনু মিয়া আর নেই। তিনি নিজেই আজ শেষ ঠিকানার অপেক্ষায়। প্রস্তুতি চলছে তার কবর খোঁড়ার। এই গোরখোদক মনু মিয়া ছিলেন কিশোরগঞ্জ জেলাধীন ইটনা থানার অন্তর্গত জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি এ যাবত ৩০৫৭ টি গোর খনন করে ভাইরাল হয়েছেন। নিজের জায়গা-জমি বিক্রি করে এযাবত ১২/১৩ টি ঘোড়া ক্রয় করেছেন ঘোড়াতে সওয়ার হয়ে মৃত মানুষের লাশ দেখতে এবং তাকে দাফন করতে। তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। এই অসুস্থতার সুযোগে মনু মিয়ার নিজ অর্থে ক্রয়কৃত ঘোড়াটিকে ঈর্ষান্বিত হয়ে কে বা কারা মেরে ফেলে।
তিনি একদিকে অসুস্থতা, অপরদিকে শখের ঘোড়াটিকে মেরে ফেলার দুঃখ-বেদনায় আরো কাতর, আরো দূর্বল হয়ে পড়েন। অনেকে চেষ্টা করেছেন তাকে আরেকটি ঘোড়া কিনে দিতে। কিন্তু তিনি রাজী হননি বলে জানা গেছে। এই পড়ন্ত বেলায় ইচ্ছে ছিল হজ্জ্ব করার। কিন্তু সেই ইচ্ছে তার পূরণ হয়নি। এভাবেই মনের দুঃখ-বেদনা,আকুতি-ইচ্ছা থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা নিয়েই কাটতেছিল তার শেষ ক’টি দিন।
অবশেষে আজ (২৮ জুন)-২৫, শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় নিজ বাড়িতে তিনি ইনতেকাল করেন। তার এই মৃত্যু সংবাদ জানার সাথে সাথে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া,অনলাইন ভার্সন,ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ধারক ও বাহকগণ অতি দ্রুত খবরটি ছড়িয়ে দেন। তাকে দেখার জন্য ওনার বাড়িতে ভীড় জমান অগনিত মানুষ।
এই গোরখোদক মনু মিয়া আজ থেকে তিনি হবেন মাটির নিচের বাসিন্দা। কিশোরগঞ্জবাসী ওনার জন্য মহান আল্লাহর কাছে দু’আ করেন, আল্লাহ যেন ওনার সমস্ত গুনাহখাতা মাফ করে দেন।