ভোরের আলো সাহিত্য আসরের আজ ১২২৬তম সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি,ব্যাংকার মোঃ মোতাহের হোসেন।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: মনজুরুল হক, বিশেষ আলোচক ছিলেন গুজাদিয়া বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন আকন্দ, ব্যাংকার,কবি ও আসরের সহসভাপতি বিমল চন্দ্র ভৌমিক, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা কবি আলমগীর অলিক, কবি মলং আলীমুর রাজী (রাজীব), কবি মোঃ সাদেকুজ্জামান সেহাগ, আসরের উপদেষ্টা দন্তচিকিৎসক মো: হিরা মিয়া, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ কবি হিরন আকন্দ, আগুন্তুক শারফিন সুলতান ও ভোরের আলোর নারী অংশের সম্পাদিকা মির্জা মাহবুবা বেগ মৌসুমী প্রমুখ।
সাহিত্য আসরে ধর্ষিত হওয়া শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তদুপরি ধর্ষকের যথোপযুক্ত বিচার অনুষ্ঠানের জন্য জোর মতামত ব্যক্ত করেন আলোচকবৃন্দ। আলোচনা শেষে সভাপতি মোতাহের হোসেন বলেন, যেখানে অন্যায় সেখানেই ভোরের আলো সোচ্চার, সেখানেই প্রতিবাদী, সেখানেই মানববন্ধন। আজ কবি ও আলোচকদের মাঝে সেই বিষয়টাই প্রতিভাত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : হাজী মোহাম্মাদ আবু সাঈদ
ইমেইল : news17sbd@gmail.com । মোবাইল : ০১৯১৮৩৯৩১১৮ ।