নিউজ ১৭ বিডি ডেস্ক ঃ "সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অংগীকার" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা শহরের আলোরমেলায় অবস্থিত সরকারি গণগ্রন্থাগারের সরকারি গণগ্রন্থাগার অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো:আজিজুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও আজিজুল হক,বাংলাদেশ ইসলামি আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাও আলমগীর হোসাইন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমীর মাও আ.ম.ম.আব্দুল হক, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা।
কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী আহমেদ রানা,হৃদয় হাসান, মুফাচ্ছেল হক,তিয়াম মিথুল প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা,বই পাঠ ও সেরা পাঠকদেরকে অতিথিগণ পুরস্কার প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, জেলার বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষার্থী,প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : হাজী মোহাম্মাদ আবু সাঈদ
ইমেইল : news17sbd@gmail.com । মোবাইল : ০১৯১৮৩৯৩১১৮ ।