নিউজ ১৭ বিডি ডেস্ক ঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি)-২০২৫ বিকালে জেলা শহরের ৪৭৮, পশ্চিম হারুয়া এলাকার শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার কার্যালয়ে এ দোয়া ও কম্বল বিতরণের আয়োজন করেন গ্রন্থাগারের প্রতিষ্টাতা সভাপতি হাজী মোঃ আবু সাঈদ।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)-২০২৫ কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের অনুদান হিসেবে, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে কিছু সংখক কম্বল প্রদান করেন এই প্রতিষ্টানে। পরে জেলা প্রশাসক মহোদয়ের অনুদানের কম্বলগুলো অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কবি,সাংবাদিক ও তথ্যসংগ্রাহক মোঃ রেজাউল হাবিব রেজা।
কম্বল বিতরন কালে অন্যদের মাঝে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন পৌর কৃষকদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসাইন, সমাজসেবক মোঃ মাসুদ মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া,গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, সহ-সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক আল কাউসার বাব্লু, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান রেজা, লাইব্রেরী সম্পাদক জান্নাতুল ফেরদৌস আশামনি,কোযাধ্যক্ষ মোছাঃ লতিফা আক্তার, ব্যবসায়ী মোঃ জামাল মিয়া প্রমুখ।