কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দি, স্টেডিয়ামপাড়া, চন্ডিবের, গাছতলাঘাট, উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ফারুক মিয়া, স্মৃতি বেগম, মোহাম্মদ আলী, দীপ্তি, সোহান,ও তপন মিয়াসহ অন্তত ২৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দি, স্টেডিয়াম পাড়া, চন্ডিবের, গাছতলাঘাট, উপজেলা পরিষদের সামনের এলাকাসহ বিভিন্ন স্থানে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২৫ জনকে একটি পাগলা কুকুর কামড়ে আহত করে। পরে আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পাগলা কুকুরে কামড়ানোর ঘটনায় ওইসব এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান গনমাধ্যমকে জানান, হাসপাতালে আগত কুকুরের কামড়ে আহত ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে কেউই গুরুতর আহত নন। সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : হাজী মোহাম্মাদ আবু সাঈদ
ইমেইল : news17sbd@gmail.com । মোবাইল : ০১৯১৮৩৯৩১১৮ ।