আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজনকে খালাস দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রায় প্রদান করে। এতে লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দেওয়া হয়েছে। রায়টি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রদান করা হয়।
এর আগে, এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল গত ৬ নভেম্বর। রাষ্ট্রপক্ষ তার প্রয়োজনীয় নথি উপস্থাপন করে এবং পরে আসামিপক্ষও যুক্তিতর্ক উপস্থাপন করে। এই মামলায় আদালত অবশেষে তার রায় প্রদান করে।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ১০টি ট্রাকে চোরাচালান করা ১০০০টি আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সামগ্রী আটক হয়েছিল। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় অস্ত্র চোরাচালান মামলা। এতে ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান ১৪ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই সময় লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্যদেরও সাজা দেওয়া হয়েছিল।
বাবরসহ ওই সময় দণ্ডিত অন্যদের মধ্যে ছিলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই মামলার আরেকটি অংশে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামিদের যাবজ্জীবন এবং ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।