শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৭তম সভা অনুষ্ঠিত। পাগলা মসজিদের দানবক্সে মিলেছে ৩২ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার অপরাধীর অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার জন্য কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। কোটালীপাড়া দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ। কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ লেখক বিভুরঞ্জন সরকার এর মৃত্যু রহস্য উন্মোচন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কিশোরগঞ্জের বৌলাইয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার রক্তের সম্পর্ক থাকলেই শুধু,মানুষ আপন হয়না কিশোরগঞ্জে গণধর্ষণকারী ও চাঁদাবাজ সুমন র‍্যাবের হাতে আটক

তাড়াইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন সভাপতি নিহত

রিপোটারের নাম :
সময়সূচি: শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবুল হাসান ওরফে রতন (৫৫) নামের এক নেতা নিহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারী) বেলা ১১টার দিকে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত আবুল হাসান রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা যায়, আগামী বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন। এর মাধ্যমে উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলনে দলীয় ভোটার তালিকা নিয়ে গতকাল শনিবার বিকেলে আলোচনায় বসেন রাউতি ইউনিয়নের দলীয় নেতারা। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান ও সদস্য গিয়াসউদ্দিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ওই ঘটনার জেরে আজ বেলা ১১টার দিকে বানাইল বাজারে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসানসহ পাঁচজন। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আবুল হাসান গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিএনপির নেতারা বিষয়টি নিয়ে শোকাহত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যক্তিগত রেষারেষি থেকে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি।


বিস্তারিত পড়ুন :
এক ক্লিকে বিভাগের খবর