কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২১৫ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি)-২০২৫ সকাল ৮টায় কিশোরগঞ্জ শহরস্থ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টালে এই আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের ভারপ্রাপ্ত সভাপতি কবি মোঃ মোতাহের হোসেন।
আসরের প্রতিষ্ঠাতা মোঃ মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সাবেক কৃষি কর্মকর্তা মোঃ মনজুরুল হক।
অন্যান্যদের মধ্যে গান, কবিতা ও আলোচনা নিয়ে আসেন কিশোরগঞ্জের গানের ভুবনের উজ্জ্বল তারকা বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী ভোরের আলো সাহিত্য আসরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান আকিল, বর্তমান আসরের সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মাজহারুল ইসলাম, আসরের উপদেষ্টা হাকিম মো: সুলতান আহমেদ, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, বাউল শিল্পী কবির সরকার ও কলেজ পড়ুয়া ছাত্রী তারিন আক্তার প্রমুখ।
এ সাহিত্য আসরে সাবেক সভাপতি আজিজুর রহমান এর আবারও স্মৃতিচারণ করেন তার ভক্ত ও অনুরাগী সভ্যগণ। আলোচনায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। সাহিত্য আসরের অনুষ্ঠান শেষে সভাপতি মোতাহের হোসেন উপস্থিত সকলকে খৃষ্ট নববর্ষের শুভেচ্ছা জানান। পাশাপাশি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী সাপ্তাহিক সভায় আবারও যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : হাজী মোহাম্মাদ আবু সাঈদ
ইমেইল : news17sbd@gmail.com । মোবাইল : ০১৯১৮৩৯৩১১৮ ।