কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি-হায়েক্স দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার বাজরা পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত ও ৩ জন আহত হন।
নিহতরা হলেন চালক কালাম ওরফে কালাচাঁন (৪২) ও যাত্রী আবু হেলাল ভূঁইয়া (৫০)।
নিহত কালাম ওরফে কালাচাঁন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং যাত্রী আবু হেলাল ভূঁইয়া একই উপজেলার রামদি বালুরচর গ্রামের ইনসাফ উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহতদেরকে হাসপাতালে পাঠায়।
প্রকাশক ও সম্পাদক : হাজী মোহাম্মাদ আবু সাঈদ
ইমেইল : news17sbd@gmail.com । মোবাইল : ০১৯১৮৩৯৩১১৮ ।