বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল রোববার (১ ডিসেম্বর)-২০২৪ বিকেলে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ এলাকা থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রাটি কলেজ এলাকার সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশ ও কেক কাটার মাধ্যমে শেষ হয়।
নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল,প্রেসক্লাবের সভাপতি নাসিম খান, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ভাতপ্রাপ্ত সভাপতি মো: আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, বিআরটিএ পরিদর্শক মো জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর-১ মনিরুজ্জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিল্পী আবুল হাশেম, সহ-সভাপতি ও ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, আব্দুল কাইয়ুম আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক শফিক কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন এস এম জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামরুল হাসান বাদল, সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন, দৈনিক ইনকিলাব পত্রিকার জ্রলা প্রতিনিধি জাহাঙ্গীর শাহ্ বাদশা, দৈনিক নতুন পত্রিকার জেলা প্রতিনিধি হাজী মোঃ আবু সাঈদ প্রমুখ।
এ সময়