কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২০৭ তম সভা অনুষ্ঠিত। শুক্রবার (১৫নভেম্বর)-২০২৪ সকাল ৮ঘটিকায় থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে সাহিত্য আসরের এই সভা অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন কবি মোতাহের হোসেন।
আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এ সাহিত্য সভাটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি প্রিয় ব্যক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম জুয়েল, প্রকৃতিপ্রেমী মোঃ হোসেন আলমগীর, আসরের উপদেষ্টা দন্ত চিকিৎসক মোঃ হিরা মিয়া, কিশোরগঞ্জের সাবিনা ইয়াসমিনখ্যাত শিল্পী শীলা মমতাজ, ভোরের আলো সাহিত্য আসরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কিশোরগঞ্জের নন্দিত শিল্পী মাসুদুর রহমান আকিল, ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক বিশিষ্ট চিন্তক, তথ্য সংগ্রাহক, মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক সাদী, ভোরের আলোর সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম লিটন, বাউল শিল্পী মোঃ কবির সরকার, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ হিরন আকন্দ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাজী আহমেদ রাজু, গজল শিল্পী মো: আজহারুল ইসলাম,গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জের জেলার সদস্য সচিব কবি আল মেস্তফা, কবি জুটন দাস, শিল্পী আলমগীর হোসেন, সঙ্গীতপ্রেমি আকলিমা আক্তার, বিউটি আক্তার ও নুসরাত আক্তার।
কবিতা,গান ও আলোচনার মধ্যি দিয়ে এ আসরের সকল কার্যক্রম সম্পন্ন হয়। একই সাথে সকল অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভিপ্রায়ে সবাই ঐক্যমত পোষণ করেন। মানুষে মানুষে দ্বন্দ্ব ও সংঘাত ভুলে গিয়ে মনুষ্যত্ব অর্জনে তৎপর হবার জন্য বক্তারা নানাদিক আলোচনা করেন। ভ্রাতৃত্ববোধ ও পারষ্পারিক মমত্ববোধ গড়ে তোলার অভিপ্রায়ে কথা বলা ও বাচনভঙ্গির পরিবর্তন আনতে সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানান বক্তারা। লেখকদের কলমে যে আদর্শের কথা বলা হয় তা নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর কথাও বলা হয় এ আসরে। দু’ঘন্টার এই আসরটি জমে ওঠেছিলো নানা প্রেরণায় ও দ্যুতনায়।
আসরের সমাপ্তি লগ্নে বক্তব্য রাখেন সভাপতি কবি মোতাহের হোসেন। সভাপতির ভাষনে সকলকে প্রতিটি আসরে যথারীতি সকাল ৮টায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।