অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত দুই উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনের অপসারণের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থী-কিশোরগঞ্জ এর ব্যানারে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ ও মিছিল থেকে ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের বিপ্লবের চেতনা নিয়ে গঠিত সরকারে ‘ফ্যাসিবাদের দুই দোসরকে’ স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননা করা হয়েছে। তাই অনতিবিলম্বে দুই উপদেষ্টার অপসারণের দাবি জানান তারা।
অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের আকার আরেক দফায় বাড়ানো হয় রোববার। এদিন উপদেষ্টা হিসেবে শপথ নেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মাসুদুল হাসান রনি, আশরাফ আলী সোহান, মাহমুদুল হাসান নাদিম, আশরাফুল ইসলাম নাদিম, বরকতুল্লাহ ও আব্দুল ওয়াদুদ।