কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২০৪ তম সভা অনুষ্ঠিত। সংবর্ধনার সিদ্ধান্ত।
শুক্রবার (২৫ অক্টোবর) -২০২৪ সকাল ৯টায় ভোরের আলো সাহিত্য আসর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হামদ-নাত,সঙ্গীত ও বিভিন্ন তথ্য নিয়ে এক প্রাণবন্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য আসরের সিনিয়র সহসভাপতি কবি মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তা ও শ্রোতাগণ নানা অভিব্যক্তি ব্যক্ত করেন। এক পর্যায়ে রেজাউল হাসনাত নাহিদ প্রস্তাব করেন যে, রেজাউল হাবিব রেজা যেহেতু জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক পূণরায় ভাইসচেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সেহেতু জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিট ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে কোনো সংবর্ধনা দেয়া যায় কি না? নব আগন্তুক হিসেবে নাহিদের এ প্রস্তাবে পরবর্তীতে এ বিষয়ে আলোচনা ও সময় পেছানোর কোনো সুযোগ ছিলোনা।
কারণ রেজাউল হাসনাত নাহিদ বলেন আমি আগে জাতীয় সাংবাদিক সংস্থায় সংযুক্ত ছিলাম। ফেসবুক থেকে রেজা ভাইয়ের এমন পদ উন্নয়নের খবর জেনে ও ভোরের আলো ১২০৪পর্যন্ত এত এত অনুষ্ঠানের তথ্য পেয়ে আবেগ প্রবণ হয়ে এই আসরে আসা। এখানে প্রথম আসা ও আমার মাধ্যমে এমন প্রস্তাব দেয়া এক বিরল অনুভূতিতে আমি সিক্ত। আশা করি আপনারা আমার এ প্রস্তাব গ্রহণ করবেন। নাহিদের এ প্রস্তাবে সবাই অপ্রস্তুত ছিলেন। সভাপতি মোতাহের হোসেন বলতেছিলেন আজকে তো জাতীয় সাংবাদিক কিশোরগঞ্জ জেলার জেলা ইউনিটের কেউ উপস্থিত নেই। প্রস্তাবও হঠাৎ এবং প্রস্তাবকারীও নব আগন্তুকের। তাই প্রস্তাবকারীর মূল্যায়ণ করাও জরুরী বলে শুধু ভোরের আলোর উদ্যোগে এ সংবর্ধনার প্রস্তাব গৃহিত হয়। তবে সাংবাদিক সংস্থার কর্মকর্তাদেরকে অতিথি হিসেবে দাওয়াত দেয়ার দায়িত্ব নেন ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল। অনুষ্ঠানটি সফল করতে সভাশেষে আবার কয়েক জনকে কিছু সময় বসার নির্দেশ দেন সভাপতি মোঃ মোতাহের হোসেন।
১২০৪ তম সভায় প্রধান আকর্ষণ ছিলেন বেতার ও টিভির শিল্পী ভোরের আলোর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান আঁকিল ও জসীমউদ্দিন হিরু। আলোচনায় অংশ নেন সাবেক কৃষিকর্মকর্তা মোঃ মনজুরুল হক, ভোরের আলোর উপদেষ্টা ডাঃ মো: হিরা মিয়া,বিশিষ্ট ব্যাংকার ও ভোরের আলোর সহ-সভাপতি বিমল চন্দ্র ভৌমিক, নবাগত অতিথি রেজাউল হাসনাত নাহিদ, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো: আলমগীর অলিক, ভোরের আলোর সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, ইসলামী সংগীত পরিবেশন করেন মো: ইব্রাহীম খলিল, সাহিত্য পাঠে ছিলেন বিমল চন্দ্র ভৌমিক, হিরণ আকন্দ, কবি লিয়াকত আলী, আলমগীর অলিক।
অন্যান্যদের মধ্যে গানে গানে সাহিত্য সভাকে উজ্জীবিত করে রাখেন শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, শিল্পী মো: হেলাল উদ্দিন আকন্দ, শিল্পী মো: কবির হোসেন, অবসরপ্রাপ্র সরকারি কর্মকর্তা শিল্পী মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
অনুষ্ঠান শেষে সভার সমাপনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, কবি মোতাহের হোসেন। সমাপ্তি ভাষনে তিনি একই সময়ে একই স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে সবাই যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।