হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রিমান্ড শুনানিতে আদালতে আনা হলে তাকে কান্নারত দেখা যায়। এসময় তার চোখ মুখ লাল হয়ে যায়। টিস্যু দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে ব্যারিস্টার সুমনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা চোর চোর বলে চিৎকার করেন। এজলাসে প্রবেশের আগেই তাকে কান্নারত ও চোখ মুখ লাল অবস্থায় দেখা যায়। আদালতে উপস্থিত তার সমর্থকদের ইশারায় চুপ থাকতে বলেন। এসময় টিস্যু দিয়ে চোখ মুছেন তিনি।